ঢাকা, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২, ১৭ এপ্রিল ২০২৫, ১৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
মিরপুরে ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ 

ঢাকা: রাজধানীর মিরপুর শাহআলী রাইনখোলা এলাকায় এক ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত সাজ্জাদ হোসেন রকি (২৫) নামে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে তার শরীরে কোনো গুলি পায়নি চিকিৎসকরা।

বুধবার (১৬ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাইনখোলা ঈদগাঁ মাঠ পানির ট্যাংকির পাশে এ ঘটনা ঘটে।

আহত সাজ্জাদ মিরপুর-১ নিউ সি ব্লক এলাকার বাসিন্দা। সেখানে তার ইন্টারনেট ব্যবসা রয়েছে।  

তার বন্ধু শান্ত ইসলাম জানান, রাতে তারা তিন বন্ধু চা পান করতে পানির ট্যাংকির পাশে যুবদলের অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন সেখানে মারামারি হচ্ছিল। এ সময় ৩-৪ জন যুবক গুলি করছিল। তখন সাজ্জাদের পিঠে একটি গুলি লাগে। এতে তিনি রাস্তায় পড়ে গেলে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শান্ত আরও জানান, রাতেই তার অস্ত্রোপচার করা হয়। তবে চিকিৎসকরা তার শরীরে গুলি খুঁজে পাননি। পিঠ দিয়ে গুলি বুক ভেদ করে বেরিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, সাজ্জাদ নামে যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।