ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ধানমন্ডির সড়কে চার মাস ধরে চাঁদা আদায় করছিলেন আশরাফুল: পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
ধানমন্ডির সড়কে চার মাস ধরে চাঁদা আদায় করছিলেন আশরাফুল: পুলিশ গ্রেপ্তার আশরাফুল আলম পুলিশের কাছে চাঁদাবাজির অভিযোগ স্বীকার করেছেন।

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে সড়কে প্রাইভেটকার থেকে চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তার আশরাফুল আলম পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনি ও আরও কয়েকজন সড়কে প্রাইভেটকার ও মোটরবাইক থেকে তিন-চার মাস ধরে চাঁদা আদায় করছিলেন।

বুধবার (১৬ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ এলাকা হতে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল সন্ধ্যায় প্রাইভেটকার থেকে আশরাফুলের চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা যায়, গ্রেপ্তার আশরাফুলসহ অজ্ঞাতনামা ৩-৪ জন ধানমন্ডির রোড নং-২/এ এর ইবনে সিনা হাসপাতালের বিপরীত পাশে প্রাইভেটকার ও মোটরসাইকেল হতে অনেকদিন ধরে জোরপূর্বক চাঁদা গ্রহণ করে আসছেন। চাঁদা আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।  

পরে গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ এলাকা থেকে থানা পুলিশের সহায়তায় চাঁদা আদায় করা সেই আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। আশরাফুলসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।  

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আশরাফুল চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন। তিনি জানান, তিনিসহ আরও ৩-৪ জন চার মাস ধরে ঘটনাস্থল ও এর আশপাশে প্রাইভেটকার ও মোটরসাইকেল থামিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা দাবি ও আদায় করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।