ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

রাগ করে স্ত্রী বাবার বাড়ি, অভিমানে স্বামীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
রাগ করে স্ত্রী বাবার বাড়ি, অভিমানে স্বামীর আত্মহত্যা

বরগুনার তালতলীতে রাগ করে স্ত্রী বাবার বাড়ি গিয়ে ফিরে না আসায় অভিমানে আত্মহত্যা করেছেন জহিরুল ইসলাম (২২) নামে এক যুবক।  

বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকীরতবক এলাকায় এ ঘটনা ঘটে।

জহিরুল ইসলাম একই এলাকার মজিবুর রহমানের ছেলে।

জানা গেছে, আট মাস আগে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা এলাকার সবুজ মৃধার মেয়ে লামিয়া আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন জহিরুল ইসলাম। বিয়ের পরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এরপর ঈদের আগে স্ত্রী লামিয়া তার স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে যান। এরপর চেষ্টা করেও স্ত্রীর অভিমান ভাঙাতে পারেননি জহিরুল ইসলাম। পরে শ্বশুরবাড়ির স্বজনদের সঙ্গে জহিরুল ইসলামের পরিবারের ফোনে কথা কাটাকাটি হয়। এর জেরে গতকাল রাত ৮টার দিকে বিষ পান করেন জহিরুল ইসলাম। বিষ পানের বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ডেতে বলেন। সেখানে নিয়ে যাওয়ার পথে জহিরুল ইসলামের মৃত হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যেরে জেরে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।