ঢাকা, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ড. ইউনূসকে বহাল রাখতে ও সংস্কার বাঁচাতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ইউনূস’

স্টাফ করেসপন্ডেন্ট    | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
ড. ইউনূসকে বহাল রাখতে ও সংস্কার বাঁচাতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ইউনূস’

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বহাল রাখার দাবিতে এবং দেশে সংস্কার বাঁচাতে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে একদল যুবক নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করে।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, আমাদের দাবি সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং সংস্কার পর্যন্ত সরকার রক্ষা করতে হবে। ড. ইউনূস সরকার বহাল থাকুক এটাই চাই। স্বৈরাচার মানিনি আগামীতেও মানবো না। এ দেশ আমরা উদ্ধার করেছি আমরাই বহাল রাখবো।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।