ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় যুবককে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
ফতুল্লায় যুবককে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনার জেরে পাভেল (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় আসামি জুবায়ের আহমেদকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর অপারেশন অফিসার মো. গোলাম মোর্শেদ।

গ্রেপ্তার আসামি জুবায়ের আহমেদ (২৮) বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার জুয়েলের ছেলে।

গতকাল সন্ধ্যায় নবীগঞ্জ ঘাট এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

গত ৩১ মার্চ ভোরে ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশিপুর এলাকার লায়ন চক্ষু হাসপাতালের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান।  

নিহত পাভেল নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর মধ্যপাড়ার হাসমত উল্লাহর ছেলে। ৩০ মার্চ রোববার সন্ধ্যায় ইফতারের পর চুল কাটানোর জন্য বের হন পাভেল। পরে রাত ১০টার দিকে পাভেলের বড় ভাই রুবেলের মোবাইলে একটি কল আসে। কিন্তু কেউ কথা না বলে কলটি কেটে দেয়। পরদিন ভোর ৬টার দিকে ভিকটিমের খালাতো ভাই মো. রিফাত ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় তিনি ভিকটিমকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় নিহত পাভেলের মা নূরী বেগম (৬৭) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেছেন।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।