ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

থানার পাশেই চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
থানার পাশেই চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই রাজশাহীতে চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের পর ঘটনাস্থল পরিদর্শন করে মহানগর ডিবি পুলিশ

রাজশাহী: রাজশাহীতে রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আর ছিনতাই সংঘটিত ঘটনাস্থলটি মহানগরীর বোয়ালিয়া থানা ভবন থেকে মাত্র ৪০০ মিটার দূরে। ভুক্তভোগী দিলীপ কুমার প্রমাণিক রিলায়েন্স অটো নামের একটি যন্ত্রাংশ বিক্রির দোকানের ম্যানেজার হিসেবে কাজ করেন।

ছিনতাইয়ের ঘটনার পর দিলীপ কুমার জানান, আগের দিনের যন্ত্রাংশ বিক্রির প্রায় ১২ লাখ টাকা মহাগরীর কুমারপাড়া এলাকায় মহাজনের বাসায় রেখেছিলেন। রোববার সকালে মহাজনের বাসা থেকে সেই টাকা নিয়ে রিকশায় করে দোকানের উদ্দেশে রওনা হন।

তিনি মহানগরীর ঘোড়ামারা এলাকায় পৌঁছালে রিকশাচালক হঠাৎ পাশের একটি সরু গলিতে ঢুকে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবক এসে রিকশার সামনে ব্যারিকেড সৃষ্টি করে। এরপর তাদের একজন দিলীপের চোখে মরিচের গুঁড়ার মতো কিছু ছিটিয়ে দিলে তিনি কিছু দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন।

ঠিক তখনই ছিনতাইকারীরা তার পিঠের ব্যাগ টানতে শুরু করে। বাধা দিতে গেলে তারা ছুরি দিয়ে আঘাত করে তার ডান হাতের কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে দেয়।

আর ধস্তাধস্তির একপর্যায়ে ব্যাগ থেকে আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে গেলেও ১০ লাখ টাকার মূল ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করেই দ্রুত ওই এলাকা থেকে পালিয়ে যায়। ঘটনার পর রিকশাচালক কোনো ভাড়া না নিয়েই এলাকা থেকে সটকে পড়েন।

দিলীপ কুমারের কর্মস্থলের মহাজন বিপুল কুমার ঘোষ জানান, দিলীপ অনেক দিন ধরে তাদের প্রতিষ্ঠানে সততার সঙ্গে কাজ করছেন। প্রতিদিনই তিনি টাকা নিয়ে যান। তবে ছিনতাইয়ের ঘটনার পরপরই বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, ওই এলাকার আশপাশে থাকা বিভিন্ন ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বর্তমানে অজ্ঞাত পরিচয় ওই দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান বোয়ালিয়া থানার এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।