ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কাতারের সঙ্গে শ্রমবাজার ও ভিসা ইস্যুতে আলোচনা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
কাতারের সঙ্গে শ্রমবাজার ও ভিসা ইস্যুতে আলোচনা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাতার সফরে শ্রমবাজার ও ভিসা ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

সোমবার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, কাতারে বাংলাদেশের শ্রমবাজার এবং ভিসা ইস্যু নিয়ে যে সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে।

কাতার থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি নিয়ে আলোচনা হবে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটি নিয়ে আমি কিছু বলতে পারব না। যারা এলএনজি আমদানি করতে চায়, তারা এ বিষয়ে জানাতে পারবেন।

তিনি আরও বলেন, সফর শেষে আমি ফিরে এসে বিস্তারিত তথ্য প্রদান করব।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার (২১ এপ্রিল) চারদিনের সফরে কাতার যাচ্ছেন। সেখানে তিনি আর্থনা (আমাদের পৃথিবী) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন। এ সফরের সঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।