ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ছাত্র হত্যা মামলায় কৃষক লীগ নেতা হানিফ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
ছাত্র হত্যা মামলায় কৃষক লীগ নেতা হানিফ গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর ভাষানটেক থানার বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় কৃষক লীগ মহানগর উত্তরের সহ-সভাপতি হানিফকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।

সোমবার (২১ এপ্রিল) রাত ১২টা ৫ মিনিটে পল্লবীর কালশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে এ বিষয়ে মিরপুর বিভাগের ডিবির এডিসি সেনাহার আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাত ১২টা ৫ মিনিটে কৃষক লীগ মহানগর উত্তরের সহ-সভাপতি হানিফকে পল্লবীর কালশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্ট ছাত্র হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ও ভাষানটেক থানার বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় হানিফকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।