সিলেট: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের চালানসহ আলীম উদ্দিন নামে এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-২৪৬) আসা যাত্রীর কাছ থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়।
তিনি গ্রিন চ্যানেল পেরিয়ে যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই চ্যালেঞ্জ করে পুনরায় স্ক্যানারে পরীক্ষার পর স্বর্ণের চালান বহনের বিষয়টি নিশ্চিত হয়।
আটক যাত্রী আলীম উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহরা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত এনএসআই’র এক কর্মকর্তা বলেন, দুবাই থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-২৪৮) আসা ওই যাত্রীকে তল্লাশিকালে স্বর্ণের চালান জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটক ব্যক্তি অভিন্ন পদ্ধতিতে স্বর্ণকে গলিয়ে তার পরিধানের কাপড়ে (শার্ট ও প্যান্টে) করে দুবাই থেকে ওসমানী বিমানবন্দরে নিয়ে এসেছিলেন। জব্দকৃত স্বর্ণের পরিমাণ প্রায় দেড় কেজি হতে পারে।
বিমানবন্দর ও এয়ারফ্রেইড’র সহকারী কমিশনার কাস্টমস ইনজামাম উল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি নম্বর-২৪৮) আসা যাত্রীর পরনের ট্রাউজার ও আন্ডারওয়ারে পেস্ট আকারে আনা লিকুইড স্বর্ণ জব্দ করা হয়। পরে তাকে স্ক্যান করে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। প্রাথমিকভাবে এই স্বর্ণের পরিমাণ প্রায় দেড় কেজি হবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
এনইউ/আরবি