নারায়ণগঞ্জ: খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চালের দাম সহনশীল হয়ে আসছে, আটার দামও কমে যাবে।
শনিবার (৩ মে) নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যার তীরে নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্য গুদাম নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা বলেন খাদ্য উপদেষ্টা।
তিনি বলেন, আমাদের নারায়ণগঞ্জের সাইলো গুদামের নির্মাণকাজ শেষের পথে। আরও কিছু সাইলো গুদামের নির্মাণকাজও শেষের পথে। এ বছর কিন্তু বোরো ফসল ভালো উৎপাদন হয়েছে। আমরা বোরো ভালোভাবে মজুদ করতে পারলে খাদ্যবান্ধব কর্মসূচি, ওএমএস, টিসিবি আরও বাড়ানো যাবে।
খাদ্য উপদেষ্টা বলেন, মধ্যবিত্তদের মধ্যে গমের চাহিদা বেড়েছে। মধ্যবিত্ত সমাজে সবাই আমরা একবেলা রুটি খাই। আগে মানুষ তিনবেলা ভাত খেত। সেক্ষেত্রে দেশে গমের চাহিদা বছরে কমপক্ষে ৭০ লাখ টন। আমাদের দেশে গমের আভ্যন্তরীণ উৎপাদন ১০ লাখ টন। বাকী ৬০ লাখ টন গম আমদানি করতে হয়। বেশির ভাগই বেসরকারিভাবে আমদানি করা হয়। সরকারিভাবে যে আমদানি হয় সেটার কিছু পরিমাণ আমরা ওএমএসে দেই। বাকিটা রেশনিংয়ে পুলিশ-মিলিটারি-আনসার-জেলখানাসহ অন্যান্য সংস্থায় দেওয়া হয়।
আলী ইমাম মজুমদার আরও বলেন, চালের দাম পড়ে যাচ্ছে, সহনশীল হয়ে আসছে। একেবারে পড়ে যাওয়াও ঠিক নয়। কৃষকেরাও তো উৎপাদনের ন্যায্য মূল্য পেতে হবে। আমরা ওই দিকে সর্তক আছি। কৃষকেরা যাতে তার ন্যায্য মূল্য পেতে পারে, তারা যাতে উৎপাদনে উৎসাহী হয়। সুতরাং চালের দাম ক্রমান্বয়ে আরেকটু কমে আসবে, আটার দামও কমে যাবে।
তিনি আরও বলেন, টিসিবির প্রচুর ভুয়া কার্ড ছিল সেগুলো বাতিল করে নতুন ভাবে স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নতুনভাবে আরও ভালোভাবে টিসিবিসহ খাদ্য বান্ধব কর্মসূচি চালু করা সম্ভব হবে।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ প্রশাসনের কর্মকর্তারা
এমআরপি/এমজে