ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

গেন্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট    | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, মে ৪, ২০২৫
গেন্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন- মো. ইমরান হোসেন ওরফে ইরান (৩২) ও মো. শাহাদাৎ-উন-নূর (৩৬)।

এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছুরি উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার (৪ মে) রাত সোয়া ১টার দিকে গেন্ডারিয়া থানাধীন সায়েদাবাদস্থ মিথালী স্কুলের সামনে দয়াগঞ্জগামী রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী ভিাগের ডেমরা জোনাল টিম।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি-ওয়ারী বিভাগের সূত্রের বরাত দিয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গেন্ডারিয়া থানাধীন সায়েদাবাদস্থ মিথালী স্কুলের গলির মুখে অভিযান চালায় ডিবির টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে করে পালানোর সময় ইমরান হোসেন ও শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সহযোগী কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেপ্তারদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ বিষয়ে গেন্ডারিয়া থানায় একটি মামলা হয়েছে।  

তিনি আরও জানান, গ্রেপ্তাররা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা তাদের পলাতক সহযোগীদের নিয়ে ডাকাতি করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তার ইরানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। ডাকাত চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।