ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভারত-পাকিস্তান ইস্যুতে ইসহাক দারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৬, মে ৫, ২০২৫
ভারত-পাকিস্তান ইস্যুতে ইসহাক দারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ

ঢাকা: ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিহতের ঘটনার পর দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের উত্তেজনা চরমে পৌঁছেছে। এ হামলার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার শঙ্কা তৈরি হয়েছে।

 

এমন আবহে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সোমবার (৫ মে) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, টেলিফোনে কথা বলার সময় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভিত্তিহীন অভিযোগ এবং একতরফা পদক্ষেপের ফলে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। যার মধ্যে সিন্ধু  চুক্তির বিধান স্থগিত করার স্বেচ্ছাচারী সিদ্ধান্তও অন্তর্ভুক্ত রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি  উত্তেজনা কমাতে প্রয়োজনীয়তা জোর দিয়ে সকল পক্ষের সংযম প্রদর্শনের গুরুত্বের ওপর জোর দেন।

উভয় পক্ষ পাকিস্তান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য তাদের পারস্পরিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং নিয়মিত উচ্চ-স্তরের যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেন।

টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।