ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২২, মে ৭, ২০২৫
তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ কর্মীরা সাক্ষাৎ করেন

নিজ নিজ সমাজে অর্থবহ পরিবর্তন আনতে এবং নিজেদের স্বপ্ন বাস্তবায়নে তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ রাজনৈতিক কর্মীরা সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

প্রধান উপদেষ্টা নরওয়ের তরুণ রাজনৈতিক কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা তরুণদের রাজনীতিতে যোগ দিতে উত্সাহিত করছি, অন্যথায় তারা নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে না। ’

নরওয়েজিয়ান প্রতিনিধিদের মধ্যে ছিলেন— সোশালিস্ট ইউথ লিগের উপনেতা নাজমা আহমেদ; এইউএফ-এর আন্তর্জাতিক নেতা এবং কেন্দ্রীয় বোর্ডের সদস্য ফাওজি ওয়ারসাম; সেন্টার পার্টির সদস্য ডেন স্কফটারুদ; কনজারভেটিভ পার্টির সদস্য ওলা সোভেনবি; ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটদের সদস্য হ্যাডল রাসমুস বাজুল্যান্ড; গ্রিন পার্টি-সংযুক্ত গ্রুপ গ্রিন ইয়ুথ-এর সদস্য টোবিয়াস স্টোক্কল্যান্ড এবং ইয়ং লিবারেলস অব ইনল্যান্ডেটের প্রাক্তন নেতা থাইরা হাকন্সলোককেন।

প্রধান উপদেষ্টা তাদের রাজনৈতিক পটভূমি, দৃষ্টিভঙ্গি ও কার্যক্রম নিয়ে খোঁজখবর নেন। তিনি নরওয়েতে মূলধারার রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের হার সম্পর্কেও জিজ্ঞাসা করেন।

বাংলাদেশের তরুণদের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা নিয়ে সফররত রাজনৈতিক কর্মীরা বলেন, এই তরুণ বাংলাদেশিরা অনেকেই জীবনে ভোটও দিতে পারেননি। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কী করছে, তা জানতে তারা প্রশ্ন করেন।

জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘নতুন সরকারের মূল প্রতিশ্রুতি হচ্ছে পদ্ধতিগত সংস্কার। গত ১৫ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। তিন শর্ত জুড়ে, একটি জাল ভোট ব্যবস্থা চালু ছিল; যেখানে কর্তৃপক্ষ দাবি করেছিল যে, এটি একটি বিশাল সাফল্য, বাস্তবে, কেউ ভোট দিতে পারে না। তাই তরুণরা যাতে ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানের সংস্কার প্রয়োজন। ’

দেশের রাজনৈতিক পরিবেশকে পুরনো যুগের আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার যে প্রধান চ্যালেঞ্জটির মুখোমুখি হচ্ছে, তা হলো ‘জঙ্গল পরিষ্কার করা’, যা উত্তরাধিকারসূত্রে পেয়েছি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘ধ্বংসস্তূপ থেকে টুকরো তুলে নতুন কাঠামো তৈরি করাই চ্যালেঞ্জ। এটি আমাদের জন্য একটি পরিবর্তনশীল সময়। আমি শুধু আশা করি, এই রূপান্তর সংক্ষিপ্ত হবে। ’

এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।