ঢাকা: ঢাকায় রাশিয়ার ৮০তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১১ মে) রাজধানীর লো মেরিডিয়েন হোটেলে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন ও রাশিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের প্রেসিডেন্ট সাত্তার মিয়া।
আলেকজান্ডার জি খোজিন বলেন, ঐতিহাসিক সত্য বিকৃত, নাৎসি অপরাধী এবং তাদের সহযোগীদের নির্দোষ প্রমাণ, যুদ্ধের বিজয়ী পরিণতিতে সোভিয়েত জনগণের ভূমিকা হ্রাস করার যেকোনো প্রচেষ্টা নিন্দনীয়। এটা অবশ্য বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মহান দেশপ্রেমিক যুদ্ধের ভয়াবহতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে রাশিয়া শান্তি পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে কখনোই অতীতের শিক্ষাগুলোকে বিস্মৃত হতে দেবে না। বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের দুই কোটি ৬৬ লাখ মানুষের প্রাণহানি ঘটে। কেবল জার্মান অধিকৃত এলাকাতেই ৭৪ লাখ সোভিয়েত নাগরিককে হত্যা করা হয়। জার্মানিতে জোর করে শ্রমে নিযুক্ত থাকা অবস্থায় মারা যায় আরও ২২ লাখ মানুষ।
অনুষ্ঠানে রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানা পেশার প্রতিনিধিরা অংশ নেন। এতে সাংস্কৃতিক পর্বে রাশিয়ান লোকসংগীত দল ‘ওবরাজ’ সঙ্গীত পরিবেশনা করে। অনুষ্ঠানে রাশিয়ার বিভিন্ন অঞ্চলের ব্যালে ও লোকনৃত্যও পরিবেশিত হয়। এ ছাড়া ‘বিজয়ের পথ’ শিরোনামে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় স্মরণে রাশিয়া ৯ মে বিজয় দিবস পালন করে থাকে।
টিআর/আরবি