ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

টিএনজেড গ্রুপের মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০০, মে ২১, ২০২৫
টিএনজেড গ্রুপের মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে

ঢাকা: টিএনজেড গ্রুপের মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি আগামী ৭ কর্ম দিবসের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। একইসঙ্গে টিএনজেড এর পরিচালক বা ব্যবস্থাপনার সাথে জড়িতদের বিদেশ গমনে নিষধাজ্ঞা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিএনজেড ফ্যাক্টরির শ্রমিকদের বকেয়া বেতন এবং সার্ভিস বেনিফিট প্রদানের বিষয়ে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্তগুলো হলো:  

টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট ও মহাখালীস্থ ডিওএইচএস এ মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি আগামী ৭ কর্ম দিবসের মধ্যে পরিশোধ করা হবে।  

শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট সকলের মধ্যে ঐকমত্য হওয়ায় শ্রম ভবনের ঘেরাও কর্মসূচি শ্রমিক নেতৃবৃন্দ প্রত্যাহার করবে।

টিএনজেড গ্রুপের মালিক বিদেশে থাকায় ইতোমধ্যে তাকে দেশে আনার জন্যে ইন্টারপোলের মাধ্যমে রেডএলার্ট জারির কার্যক্রম গ্রহণ করা হয়েছে।  

এছাড়া টিএনজেড এর পরিচালক বা ব্যবস্থাপনার সাথে জড়িতদের বিদেশ গমনে নিষধাজ্ঞা প্রদান করা হয়েছে এবং টিএনজেড এর ডাইরেক্টর ফিনান্স শ্রমিকদের বকেয়া পরিশোধ না করা পর্যন্ত সরকারের হেফাজতে থাকবে।

জিসিজি /এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।