ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

সিন্ডিকেট-চাঁদাবাজদের কাছে মাথা নত নয়: আব্দুল হাফিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, মে ২১, ২০২৫
সিন্ডিকেট-চাঁদাবাজদের কাছে মাথা নত নয়: আব্দুল হাফিজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

ঢাকা: কোরবানির পশুবাহী যানবাহন থেকে চাঁদা তোলা ও সিন্ডিকেটের দৌরাত্ম্যের বিরুদ্ধে সবাইকে সচেতন ও শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদার) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

তিনি বলেন, কোরবানির পশু নিয়ে যেন সিন্ডিকেট ও চাঁদাবাজদের কাছে আমরা মাথা নত না করি।

সবাইকে অনুরোধ করব-একটু শক্ত হই।

বুধবার (২১ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোরবানির সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এ সময় আব্দুল হাফিজ জানান, চাঁদাবাজি রোধে কেন্দ্রীয়ভাবে একটি হটলাইন চালু করা হবে। যেখানে ভুক্তভোগীরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

তিনি বলেন, আজকের উচ্চপর্যায়ের এই সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত হয়েছে-পুলিশ, হাইওয়ে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোরবানির পশু পরিবহন নিরাপদ রাখতে মাঠে থাকবে। সেনাবাহিনী ইতোমধ্যেই মোতায়েন রয়েছে, তারা বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করছে।

তিনি বলেন, এখানে কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং সেল থাকবে, একটি হটলাইন চালু থাকবে। কেউ যদি চাঁদাবাজির শিকার হন, তিনি যেন কোনো অবস্থাতেই

চাঁদা না দেন। বরং হটলাইনে ফোন করে জানান।  

আব্দুল হাফিজ আরও বলেন, হটলাইন নম্বর যেন সবাই সহজে মনে রাখতে পারেন, এজন্য পুলিশের ৯৯৯ তো আছেই। পাশাপাশি সচিবালয় থেকেও একটি হটলাইন চালু করা হবে, যেখানে যেকোনো ব্যক্তি অভিযোগ করতে পারবেন। পুলিশি চেইনের মাধ্যমে ঘটনা নিশ্চিত হলে ব্যবস্থা নেওয়া হবে।  
তিনি জানান, সচিবালয়ে কেন্দ্রীয় হটলাইনের পাশাপাশি বিভাগীয় ও জেলা পর্যায়েও মনিটরিং ব্যবস্থা থাকবে।  

পুলিশের দেশব্যাপী নেটওয়ার্ক এবং সেনাবাহিনীর সক্রিয় অংশগ্রহণে এসব চাঁদাবাজি ও সিন্ডিকেট কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন আব্দুল হাফিজ।  

জিসিজি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।