ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

সরকারি অফিস-স্কুল খোলা আজ 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৯, মে ২৪, ২০২৫
সরকারি অফিস-স্কুল খোলা আজ 

ঢাকা: আসন্ন ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ঈদের আগে দুই শনিবার সরকারি অফিস-আদালত-শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

সে অনুযায়ী আজ দ্বিতীয় শনিবার (২৪ মে) খোলা থাকবে অফিস-আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠান।  

গত ৬ মে উপদেষ্টা পরিষদের সভায় দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়।  

ঈদুল আজহার ছুটি ছিল ৫ থেকে ১০ জুন টানা ছয় দিন। সাপ্তাহিক ছুটির আগে ১১ এবং ১২ জুন ছুটি ঘোষণা করে দুই শনিবার ১৭ ও ২৪ মে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত অফিস খোলা রাখা হবে। বিনিময়ে ১১ ও ১২ জুন ছুটি এবং পরের দুই দিন সাপ্তাহিক ছুটি মিলে ১০ দিন ছুটি দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংক ও প্রাইভেট কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে শনিবার।  

এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।