ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

শাহবাগে সমাবেশের ডাক দিল ‘জুলাই ঐক্য’

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫০, মে ২৪, ২০২৫
শাহবাগে সমাবেশের ডাক দিল ‘জুলাই ঐক্য’

জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে ‘জুলাইয়ের সব শক্তি’কে নিয়ে রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ‘জুলাই ঐক্য’।

আগামীকাল রোববার (২৫ মে) বিকেল সাড়ে ৩টায় শাহবাগে এ সমাবেশ হবে।

শনিবার (২৪ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ সমাবেশের ডাক দেয় প্লাটফর্মটি।

‘জুলাই ঐক্য’র ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া প্ল্যাটফর্মটির সংগঠক ইসরাফিল ফরাজী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে জুলাইয়ের ‘সব’ শক্তিকে নিয়ে রোববার বিকাল সাড়ে ৩টায় শাহবাগে প্রতিবাদ সমাবেশ করবে জুলাই ঐক্য।  সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের আহ্বান জানিয়েছে জুলাই ঐক্য। ”

‘দলমত নির্বিশেষে আবারও একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণিপেশার মানুষকে জুলাই ঐক্যের সমাবেশে যোগদানের আহ্বান জানাচ্ছি। ’   

এর আগে শুক্রবার (২৩ মে) জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন।

এনডি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।