ঢাকা: ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীদের দাবি পূরণ হচ্ছে বলে জানিয়েছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম।
তিনি জানান, কিছু দাবি ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে এবং বাকিগুলোও প্রক্রিয়াধীন।
এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে এসে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৬ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব এবং আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের পক্ষে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলও। কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাহজাদা আহমেদ বলেন, আপনাদের (কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ) প্রতি বিশ্বাস রেখে আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। আমরা আশা করি, আমাদের দাবিগুলো খুব দ্রুত বাস্তবায়ন করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বি, আমরা আপাতত কোনো কর্মসূচিতে যাচ্ছি না। আমরা ক্লাসে ফিরে গেছি এবং স্বাভাবিক থাকব। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রমে আমরা যাইনি, যাবও না।
এমআইএইচ/এমজে