ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

জাতীয়

রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৪, মে ২৭, ২০২৫
রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা  অধ্যাপক মুহাম্মদ ইউনূস । ফাইল ছবি

ঢাকা: নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দিতে রাতে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সফরে দেশে জাপানি বিনিয়োগ আনার পাশাপাশি আরও দেশটিতে আরও জনশক্তি পাঠানোর বিষয়ে আলোচনা করবেন তিনি।

 

মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।  

প্রেস সচিব বলেন, আজ মঙ্গলবার (দিবাগত) রাতে প্রধান উপদেষ্টার জাপান সফরে রওনা হওয়ার কথা। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।  

এই সফরে জাপানে বাংলাদেশের আরও বেশি জনশক্তি রপ্তানির বিষয়ে আলোচনা হবে বলে জানিয়ে শফিকুল আলম বলেন, বাংলাদেশের লক্ষ্য এক লাখ নাগরিককে দেশটিতে পাঠানো। প্রথমে তাদের ভাষার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রয়োজনে বিদেশ থেকে জাপানি ভাষা প্রশিক্ষক আনার কথা সরকার চিন্তাভাবনা করছে। নেপালসহ আশপাশের দেশ থেকে প্রশিক্ষক আনার চেষ্টা করা হবে।  

বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে প্রধান উপদেষ্টা সেমিনার করবেন বলে জানিয়েছেন প্রেস সচিব। সরকার জাপানি বিনিয়োগকারীদের জন্য কী কী সুবিধা দেওয়া হবে, তা নিয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা। সেমিনারে তিনশর বেশি জাপানি বিনিয়োগকারী থাকবেন বলেও জানান তিনি।  

মহেশখালী-মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (মিডি) ওপর প্রধান উপদেষ্টা জোর দিচ্ছেন বলে জানিয়ে প্রেস সচিব বলেন, পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ১৪০ মিলিয়ন ডলারের মতো বিনিয়োগ লাগবে। সেখানে বিনিয়োগকারী আনার বিষয়ে সরকারের ফোকাস থাকবে।

মাতারবাড়ী ঘিরে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রেস সচিব। মাতারবাড়িতে ছয়টি বন্দর টার্মিনাল করা এবং সেখানে পরিকল্পিত নগর করার কথাও জানান তিনি।  

বাংলাদেশকে কেন্দ্র করে জাপানের বিগ-বি ইনিশিয়েটিভের কথা তুলে ধরে প্রেস সচিব বলেন, মাতারবাড়ীতে বিনিয়োগের বিষয়ে জাপানের আগ্রহ আছে। সেই অনুযায়ী দেশটির বড় বড় বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে আসে সেই অনুযায়ী কাজ করা হবে। মাতারবাড়ীর সঙ্গে সঙ্গে কক্সবাজারেরও উন্নয়ন হবে।  


শফিকুল আলম বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ৫০০ থেকে ৭৫০ মিলিয়ন ডলার বা এক বিলিয়ন ডলারের মতো সহায়তা পাওয়ার আশা করছি জাপান থেকে। এর মধ্যে ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা।

মহেশখালী-মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (মিডি) জন্য ছয়টি টার্মিনালে বিনিয়োগের জন্য সৌদি আরবের রেড সি গেটওয়ে, আবুধাবির ডিপি ওয়ার্ল্ডসহ অনেকেই বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছে।  

পেট্রোনাস ও আরামকো তেল শোধনাগার নির্মাণের আগ্রহ দেখিয়েছে। জাপানি কোম্পানি জেরা, পেট্রোনাসসহ মধ্যপ্রাচ্যের বেশকিছু কোম্পানি এলএনজি টার্মিনাল নির্মানের আগ্রহ প্রকাশ করেছে বলে জানান প্রেস সচিব।  

এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।