আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটিং বুথ রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেসসচিব বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনকেন্দ্রিক সব ধরনের আইন-শৃঙ্খলা প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন। নির্বাচনী প্রস্তুতি ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ হলে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
নির্বাচনের নিরাপত্তা নিয়ে তিনি জানান, দেশের ১৬ হাজার ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি পুলিশের মনোবল বৃদ্ধির জন্য তাদেরকে ইন্টেনসিভ প্রশিক্ষণও দেওয়া হবে।
তিনি আরও জানান, নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনী আগামী কয়েক মাস আরও তৎপর ভূমিকা পালন করবে।
ব্রিফিংয়ে উপস্থিত ডেপুটি প্রেসসচিব আজাদ মজুমদার বলেন, অতীতের তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের পরিবর্তে এবার নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া এক থানার পুলিশ সদস্যদের অন্য থানায় দায়িত্ব দিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ সদস্যরা বডি ক্যাম ব্যবহার করবে। থাকবে সিসি ক্যামেরা এবং কঠোর মনিটরিং ব্যবস্থা। ভোটের দিন ইন্টারনেট সংযোগও সচল থাকবে।
এমএম