ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

আরব আমিরাতে ট্রান্সফার ভিসা সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৬, জুলাই ১৯, ২০২৫
আরব আমিরাতে ট্রান্সফার ভিসা সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে লুৎফে সিদ্দিকী। ফাইল ফটো

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জানিয়েছেন, সংযুক্ত আমিরা‌তে যেসব বাংলা‌দে‌শি কর্মীরা ট্রান্সফার ভিসা (এক নিয়োগকর্তা থেকে অন্য নিয়োগকর্তার কাছে যাওয়া) পে‌তে সমস্যা হ‌চ্ছে, সে‌টি সমাধা‌নে দেশ‌টির সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা কর‌বে সরকার।

শুক্রবার (১৮ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কথা জানান তিনি।

ফেসবু‌কে লুৎফে সিদ্দিকী লি‌খে‌ছেন, আমি জানি যে অনেকে এক নিয়োগকর্তা থেকে অন্য নিয়োগকর্তার কাছে যাওয়ার জন্য ট্রান্সফার ভিসা পেতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এই বিষয়টি আমি এবং আমার সহকর্মীরা ইউএই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার অংশ হিসেবে গুরুত্ব দিচ্ছি। আমি কিছু ক্ষেত্রে ইতিবাচক ফলাফলের কথা জানি, কিন্তু সামগ্রিকভাবে এই সমস্যাটা এখনো দেখা দিচ্ছে।  

বিশেষ দূত বলেন, আমরা ইউএই সরকারের সঙ্গে যোগাযোগে আছি। একইস‌ঙ্গে আমরা ঢাকায় সরকারের মধ্যে বৈঠক করেছি যাতে সম্ভাব্য মূল কারণগুলো সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া যায় এবং আমাদের অভিবাসন‌ প্রক্রিয়ায় আরও আস্থা গড়ে তোলা যায়।

টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।