ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, জুলাই ২২, ২০২৫
শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশে আগুন ফাইল ফটো

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণি এলাকায় মেট্রো স্টেশনের পাশে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল শোনা যাচ্ছে কোনো বাসা-বাড়ি আবারও এটাও শোনা যাচ্ছে পাশে মার্কেট আছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস থেকে তিনটি ইউনিট আগুন নির্বাপনের কাজ করছে।

মঙ্গলবার (২২ জুলাই) ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে সংবাদ পাওয়া যায় শামীম সরণি এলাকায় মেট্রো স্টেশনের পাশে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে সেখানে তিন ইউনিট পাঠানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল শোনা যাচ্ছে কোনো বাসা বাড়ি আবার এটাও শোনা যাচ্ছে পাশে মার্কেট আছে। বিস্তারিত পরে জানা যাবে।

এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।