ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

পাথর লুটে জড়িতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে: বিভাগীয় কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৮, আগস্ট ২০, ২০২৫
পাথর লুটে জড়িতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে: বিভাগীয় কমিশনার

সিলেট: সাদাপাথর লুটপাটে জড়িতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

তিনি বলেন, প্রকৃত লুটপাটকারীদের নাম যেন তালিকায় প্রকাশ হয় এবং নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে লক্ষ্য রেখে কাজ হচ্ছে।

সেজন্য একটু সময় দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।

বুধবার (২০ আগস্ট) দুপুরের দিকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এসব কথা বলেন তিনি।

বিভাগীয় কমিশনার বলেন, সিলেটে চোরাচালান ও খনিজ সম্পদ রক্ষায় জনবল বাড়ানো হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আরও তিনটি ব্যাটালিয়ন স্থাপনের বিষয়ে আলোচনা চলছে।  

তবে এরমধ্যে একটি ব্যাটালিয়ন স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া পুলিশের জনবলও বাড়ানো হচ্ছে। একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়টিও প্রক্রিয়াধীন। আরও ক্যাম্প এবং চেকপোস্ট বসানো হবে বলেও জানান তিনি।

বিভাগীয় কমিশনার সেনাবাহিনীর সার্বিক সহযোগিতার বিষয়ে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের কথা হলো, রাষ্ট্রের এই সম্পদ তছরুপের সঙ্গে যারা জড়িত বা যারা চুরি করেছে, তাদের বিরুদ্ধে যেমন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তেমনি এই সম্পদ সুরক্ষায় আমরা প্রয়োজনীয় উদ্যোগ নেব।

এনইউ/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।