ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

অস্ত্র কারবারি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, সেপ্টেম্বর ৫, ২০২৫
অস্ত্র কারবারি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. আরিফ উদ্দিন (৪৬) ও হাফিজুল ইসলাম শামীম (৪৬)।

 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের সেকশন-২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, মিরপুর থানার টহল টিমের চেকপোস্ট ডিউটির সময় তুলি জেনারেল স্টোরের সামনে দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়।  

এসময় আরিফ উদ্দিনের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে অস্ত্রের বিভিন্ন অংশ এবং শামীমের পকেট থেকে দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, পলাতক আসামি নাসিরের (৪৫) সঙ্গে যোগসাজশে অবৈধ অস্ত্র ও গুলি কেনা-বেচার উদ্দেশ্যে তারা এগুলো সংগ্রহ করেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।  

এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।