ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন এক মা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, সেপ্টেম্বর ১৪, ২০২৫
ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন এক মা তিন নবজাতক।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন মোকসেদা আক্তার প্রিয়া (২৩) নামে এক নারী। সকাল ৯টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন ছেলে ও তিন মেয়ে নবজাতকের জন্ম হয়।

পরিবার সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের বাসিন্দা প্রিয়ার স্বামী মো. হানিফ একজন প্রবাসী, যিনি বর্তমানে কাতারে অবস্থান করছেন। গর্ভধারণের ২৭ সপ্তাহ পর্যন্ত প্রিয়া এলাকায় চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে জানা যায়, তার গর্ভে পাঁচটি শিশু রয়েছে।

গত ৯ সেপ্টেম্বর তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তার বড় বোন লিপির বাসায় আসেন এবং সেখান থেকে মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেন। গত শনিবার রাতে পেটে ব্যথা ওঠায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।

প্রিয়ার ননদ ফারজানা আক্তার জানান, ‘সকাল ৯টার দিকে একে একে ছয়টি শিশুর জন্ম হয়। নবজাতকরা অপরিপক্ক হওয়ায় তাদের অবস্থা বেশ সংকটাপন্ন। ঢাকা মেডিকেলের নবজাতক আইসিইউতে তিনজনকে রাখা হয়েছে, আর বাকি তিনজনকে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বেড না থাকার কারণে। ’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন বলেন, ‘প্রিয়া ২৭ সপ্তাহেই প্রসব করেছেন। নবজাতকরা অপরিপক্ক, তাদের ওজন ৬১৫ থেকে ৯০০ গ্রামের মধ্যে। তাদের মধ্যে দুই নবজাতকের অবস্থা আশঙ্কাজনক। বেড খালি হলে বাকিদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এ ঘটনায় পরিবারে যেমন বিস্ময়ের সৃষ্টি হয়েছে, তেমনি নবজাতকদের সুস্থতার জন্য উদ্বেগও বেড়েছে। নবজাতকদের সুস্থতা কামনায় সবার দোয়া চেয়েছেন স্বজনরা।

এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ