যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় মানবিক করিডোরের নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে সম্পৃক্ত করা ও বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়ার ‘নীল নকশা’ বাস্তবায়ন প্রতিরোধের আহ্বান জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ সংক্রান্ত প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন সংগঠনটির নেতারা।
সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন বলেন, ফিলিস্তিনের গাজায় প্রতিদিন হামলা চালানো হচ্ছে। এর মদদদাতা হলো মার্কিন সাম্রাজ্যবাদ। তাদের বিরুদ্ধেই আমাদের আজকের সমাবেশ। ব্রিটিশ সাম্রাজ্যবাদ একের পর এক দেশকে শোষণ করেছে। আর এখন মার্কিন সাম্রাজ্যবাদের মদদে সারা বিশ্বকে তারা নেতৃত্ব দিচ্ছে। মার্কিনীদের মদদের কারণেই যুদ্ধ বন্ধ হচ্ছে না। তাই এদের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, মার্কিন পরিকল্পনায় বিশ্বব্যাপী যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে। যুদ্ধ চলছে ফিলিস্তিনে। মার্কিনদের মদদে এই যুদ্ধ চলছে। প্রতিদিন শত শত লোক হত্যা করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই। এখন মানবিক করিডোরের নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদের স্বার্থে দীর্ঘ মেয়াদে যুদ্ধে জড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। ওই নীল নকশার অংশ হিসেবে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। সাম্রাজ্যবাদ বাস্তবায়নের পরিকল্পনাকারী দেশি-বিদেশি দালালদের প্রতিহত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান তিনি।
মো. ইয়াসিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, সহ-সভাপতি মো. খলিলুর রহমান, সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান প্রমুখ।
ডিএইচবি/এমজে