শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগ ও অনলাইন বৈঠক বন্ধ করতে টেলিগ্রাম ও বোটিম নামে দুই জনপ্রিয় অ্যাপ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে এই দুটি অ্যাপ বন্ধ করে দেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শনিবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আলোচনায় উঠে আসে, গত বছরের ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের পর তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারত পালিয়ে যান। বর্তমানে তিনি সেখানে বসেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ ও ভার্চুয়াল বৈঠক করছেন। এসব বৈঠকের মাধ্যমেই দেশে অস্থিরতা সৃষ্টির নির্দেশনা দেওয়া হচ্ছে বলে বৈঠকে জানানো হয়।
কোর কমিটির বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, গত বুধবার রাজধানীতে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে জব্দ মোবাইল ফোন বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ও ভার্চুয়াল সভায় অংশ নিতে টেলিগ্রাম ও বোটিম ব্যবহার করছিলেন।
বৈঠকে নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা জানান, দেশের বিভিন্ন প্রান্তে ইন্টারনেটভিত্তিক এই যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা চলছে। আশঙ্কা করা হচ্ছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর এই অ্যাপগুলো ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা হতে পারে।
এ কারণে আপাতত রাতে অ্যাপ দুটির ব্যবহার ধীর করে দেওয়া এবং পরে তফসিল ঘোষণার পর সম্পূর্ণরূপে বন্ধ করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
টেলিগ্রাম একটি জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম, যার প্রতিষ্ঠাতা রুশ বংশোদ্ভূত পাভেল দুরভ। অন্যদিকে বোটিম যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অ্যাপ, যা দিয়ে কল, ভিডিও চ্যাট এবং অর্থ লেনদেন করা সম্ভব।
এনডি/এমজে