ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কুয়েতের বিখ্যাত গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি ক্যালিগ্রাফি হস্তান্তর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, সেপ্টেম্বর ২৯, ২০২৫
কুয়েতের বিখ্যাত গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি ক্যালিগ্রাফি হস্তান্তর কুয়েতের বিখ্যাত গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি ক্যালিগ্রাফি হস্তান্তর

কুয়েতের বিখ্যাত গ্র্যান্ড মসজিদে প্রদর্শনের লক্ষ্যে বাংলাদেশি শিল্পীর আঁকা দুটি ক্যালিগ্রাফি হস্তান্তর করেছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।  

সোমবার (২৯ সেপ্টেম্বর) গ্র্যান্ড মসজিদের প্রধান বদর মা’জুন আল ঢাফিরির কাছে ক্যালিগ্রাফিগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

কুয়েতের বাংলা‌দেশ দূতাবাস জানায়, কুয়েতে অবস্থিত গ্র্যান্ড মসজিদের আর্ট গ্যালারিতে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরান, ইরাক, ইয়েমেন, সিরিয়া, মিশর, তিউনিশিয়া, মরক্কো, তুরষ্ক, পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, চীন, স্পেন, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশের ক্যালিগ্রাফি থাকলেও বিশ্বের চতুর্থ বৃহৎ মুসলিম প্রধান দেশ বাংলাদেশের কোনো ক্যালিগ্রাফি ছিল না।

এমনতাবস্থায় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের পক্ষ থেকে কুয়েতের গ্র্যান্ড মসজিদে প্রদর্শনের জন্য তরুণ বাংলাদেশি ক্যালিগ্রাফি শিল্পীর আঁকা দুটি ক্যালিগ্রাফি সংগ্রহ করে হস্তান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়। এই উদ্যোগটি কুয়েতে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে সহায়ক হবে।

টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।