ঢাকা, সোমবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় মেডিকেল রিপোর্টে কোনো আলামতই পাওয়া যায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৯, অক্টোবর ৫, ২০২৫
খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় মেডিকেল রিপোর্টে কোনো আলামতই পাওয়া যায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

ঢাকা: খাগড়াছড়িতে যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকালাম কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সে ধর্ষণের কোনো আলামতই পাওয়া যায়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খাগড়াছড়িতে যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকালাম কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সে ধর্ষণের কোনো আলামতই পাওয়া যায়নি। সেনাবাহিনী, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাহাড়ের সাধারণ জনগণ ও পাহাড়ি-বাঙালির সহযোগিতায় এ ঘটনাকে আমরা সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি। এরই মধ্যে পার্বত্য এলাকার অবরোধ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

স্যার, গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবমাননা নিয়ে একটি ঘটনা ঘটেছে। এর সঙ্গে কি কোনো যোগসূত্র আছে বলে মনে করেন- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত যেহেতু অনুসন্ধান শেষ হয়নি, এজন্য আমরা এটার সঙ্গে যোগসূত্র আছে কিনা, তা বলতে পারব না।

আপনি খাগড়াছড়ি নিয়ে ভারতকে দোষারোপ করেছেন, আর পরশুদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়ে ভারতের ওপর দোষ চাপাচ্ছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী- মন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটার ক্ষেত্রে আপনারা কার ওপর দোষ চাপাতে চাচ্ছেন? আপনি একজন বাংলাদেশি হিসেবে কী ভাবছেন? আপনারা নিজেরাই ঘটনাটা দেখেছেন, আপনারা চাক্ষুষ সাক্ষী। তো ওনার উদ্ধৃতি নিয়ে তো আমাদের কিছুই বলার নেই। আপনারা যেটা দেখছেন, সেটাই লিখবেন এবং জনগণ আপনাদেরই বেশি বিশ্বাস করবে।

পার্শ্ববর্তী দেশ কি বাংলাদেশে স্থিতিশীলতা চায় না এবং ফেব্রুয়ারির নির্বাচনও বাধাগ্রস্ত করতে চায়?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা হয়তো আপনারা আরও ভালো বলতে পারবেন। আমরা প্রশ্নটা পেলাম, এখন অনুসন্ধান করে দেখে হয়তো উত্তর দিতে পারব।

আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা আছে, তা যে কোনো সময় উঠে যেতে পারে-ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পৌঁছে দেবে- এরকম উদ্বেগের বিষয়ে সরকার কোনো প্রস্তুতি নিচ্ছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কে বলেছে? প্রধান উপদেষ্টা যদি কিছু বলে থাকেন, ওই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। নির্বাচন বিষয়ে এগুলো নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, ধন্যবাদ।

সারাদেশে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনি কেমন দেখছেন, জানতে চাইলে তিনি বলেন, আপনারা যে রকম দেখছেন, আমিও সে রকমই দেখছি। আমাদের পরিস্থিতি কি উন্নতি হয়নি?

জিসিজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।