সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী গ্যাং এর তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক শটগানসহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. বিশাল (২০), একই এলাকার রইস উদ্দিনের ছেলে মো. নাজমুল (২০) ও আহসান হাবিবের ছেলে শিপন (২১)। তারা সবাই অস্ত্রধারী গ্যাং এর সদস্য বলে জানা গেছে।
জামগড়া আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সদস্যরা আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্রধারী গ্যাংয়ের তিনজন সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আটকদের বাসা তল্লাশি করে একটি অত্যাধুনিক শটগান, ১৩টি চাপাতি, চারটি ছুরি, একটি তার কাটার, চাঁদাবাজির ৩৬ হাজার ৭৬০ টাকাসহ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আটকদের আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বাংলানিউজকে বলেন, সকালে অত্যাধুনিক শটগান ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরআইএস