ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

জাতীয় পার্টিকে কিছুই করা হয়নি, একটু দৌড়ানি দেওয়া হয়েছে: ডিসি রমনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, অক্টোবর ১১, ২০২৫
জাতীয় পার্টিকে কিছুই করা হয়নি, একটু দৌড়ানি দেওয়া হয়েছে: ডিসি রমনা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

পুলিশের বাধার কারণে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে জাতীয় পার্টি। তবে পুলিশ বলছে, ‘তাদের কিছুই করা হয়নি, একটু দৌড়ানি দেওয়া হয়েছে’।

শনিবার (১১ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।

রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, জাতীয় পার্টি একটি আবেদন করেছিল, সেটা আমরা গ্রহণ করিনি। কারণ রাস্তায় কোনো কর্মসূচির অনুমতি আমরা দিতে পারি না। মৌখিকভাবে আমরা তাদের বলেছিলাম রাস্তা দখল না করে কর্মসূচি পালন করতে। কিন্তু তারা রাস্তার ওপর চেয়ার বসিয়ে মঞ্চ স্থাপন করে। আমরা তাদের কয়েকবার সতর্ক করেছি। কিন্তু তারা কোনো কথা শোনেনি। সড়ক বন্ধ করে জনসভায় জনভোগান্তি হওয়ার কারণে এক পর্যায়ে তাদের একটু দৌড়ানি দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে ডিসি মাসুদ আলম জানান, এলাকার লোকজন এসে জাতীয় পার্টির কর্মসূচিতে বাধা দিলে, সেই সময় জাতীয় পার্টির লোকজনকে আমরাই রক্ষা করি।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে দেখা যায় জাতীয় পার্টির কার্যালয়ের ফটক বন্ধ। কার্যালয়ের সামনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। সমাবেশের জন্য আনা চেয়ার-টেবিল সরিয়ে নিচ্ছেন ডেকোরেশনের লোকজন।

এর বিকেল পৌনে পাঁচটার দিকে পুলিশের সামনেই কার্যালয়ের সামনে থেকে দলটির একটি মিছিল বিজয়নগর থেকে পল্টনের দিকে রওনা হয়। এ সময় রাস্তার আরেক পাশ থেকে একটি মিছিল থেকে ৯-১০ জন এসে তাদের ওপর চড়াও হয়। এতে জাতীয় পার্টির একজন আহত হন।

এর আগে গত ৬ সেপ্টেম্বর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। গত ৩০ আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়।

এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।