ঢাকা: ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এছাড়া এসময় তাদের ছত্রভঙ্গ করতে পর পর পাঁচটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে।
.jpg)
রোববার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিতে শুরু করেন কয়েক হাজার শিক্ষক।
তাদের সরিয়ে দিতে দুপুর পৌনে ২টার দিকে এ লাঠিচার্জ ও পানি-সাউন্ড গ্রেনেড ছোড়া শুরু হয়।
দিদারুল আলম নামে এক শিক্ষক বলেন, আমাদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনকে পণ্ড করে দিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটা কোনোভাবেই কাম্য নয়। প্রয়োজনে আমদের লাশ যাবে, আমরা সরব না । আমরা শিক্ষা প্রতিষ্ঠানে তালা মেরে দেব।
শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে এ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে দাবি আদায়ে আগামী মঙ্গলবার থেকে কর্মবিরতিরও ঘোষণা দিয়েছেন তারা।
ডিএইচবি/এসআই