ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিরাজ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, অক্টোবর ১২, ২০২৫
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিরাজ গ্রেপ্তার গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিরাজ

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতা মো. মিরাজ খানকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় সিটিটিসির আরঅ্যান্ডডি বিভাগের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

রোববার (১২ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার মিরাজ খান পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং নিষিদ্ধ ঘোষিত পটুয়াখালী জেলা ছাত্রলীগের সক্রিয় নেতা।

ডিসি তালেবুর রহমান বলেন, গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে ইনকিলাব ভবনের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিলে অংশ নেন মিরাজ খান এবং সেই মিছিলের ভিডিও নিজের ফেসবুক আইডিতে রিল আকারে প্রচার করেন। পরে ২৪ সেপ্টেম্বর ফার্মগেট এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশে আরেকটি মিছিলের প্রস্তুতি নেন তিনি। সর্বশেষ ১০ অক্টোবর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একটি মিছিলে অংশ নিয়ে আবারও ভিডিও রিল প্রকাশ করেন।

তিনি আরও জানান, নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন মিছিলে জনসমাগম ঘটানো ও লোক সংগ্রহের ক্ষেত্রে সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন মিরাজ খান।

গ্রেপ্তার মিরাজের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।