ঢাকা, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

জুরাইনে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবককে খুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৫, অক্টোবর ১৩, ২০২৫
জুরাইনে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবককে খুন প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর জুরাইনে ছুরিকাঘাতে সজিব হোসেন (৩৫) নামে এক যুবককে খুন করা হয়েছে। আর্থিক লেনদেনের কারণে শাহিন নামে এক যুবক তাকে খুন করেছে বলে দাবি করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে জুরাইন পোস্তগোলা আদ-দ্বীন হাসপাতালের পেছনে রেললাইনের ধারে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা জাকির নামে এক যুবক জানান, সজীব পেশায় গাড়ির ইঞ্জিন মিস্ত্রি ছিলেন। বর্তমানে পোস্তগোলা এলাকায় থাকতো। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর। বাবার নাম ইয়াদ আলী।

তিনি জানান, সজিবের কাছ থেকে দুই মাস আগে এলাকার শাহিন নামে এক যুবক ৬ হাজার টাকা ধার নিয়েছিল। শাহিনের কাছে সজিব পাওনা টাকা অনেকবার চাওয়ার পরও সে নানা অজুহাতে একের পর এক টাকা পরিশোধের দিন ধার্য করে।

আজকে শাহিনের কথামতো পাওনা টাকা পাওয়ার আশায় সজিব আদ-দ্বীন হাসপাতালের পেছনে রেললাইনের পাশে চায়ের দোকানে বসে অপেক্ষা করতে থাকে। সেখানে বসে থাকা অবস্থায় হঠাৎ শাহিন পেছন দিক থেকে এসে সজিবকে ছুরিকাঘাত আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হাসপাতালে আসা অনেকেই দাবি করে ঘাতক শাহিন মাদক ব্যবসায়ী ও পুলিশের সোর্স হিসেবে কাজ করে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শ্যামপুর থানায় অবগত করা হয়েছে।

এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।