ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মিরপুরে আগুন: আলামত সংগ্রহ করেছেন সিআইডির কেমিক্যাল ল্যাব এক্সপার্টরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২৫, অক্টোবর ১৫, ২০২৫
মিরপুরে আগুন: আলামত সংগ্রহ করেছেন সিআইডির কেমিক্যাল ল্যাব এক্সপার্টরা ঘটনাস্থল

ঢাকা: রাজধানীর মিরপুরে রূপনগর পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনের ঘটনায় ১৬ জনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আলামত সংগ্রহ করেছে।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সিআইডি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করার জন্য কাজ করছেন সিআইডির ক্রাইম সিন ও কেমিক্যাল ল্যাব এক্সপার্টরা।

মঙ্গলবার দুপুরের দিকে মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানার লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করে। যেটা এখনো চলমান আছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকার একটি কেমিক্যাল গোডাউন ও একটি পোশাক কারখানায় লাগা এ আগুনে এ পর্যন্ত ১৬ জনের লাশ পাওয়া গেছে। যাদের মধ্যে সাতজন নারী ও নয়জন পুরুষ। তবে তাদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি।

এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।