ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মিরপুরে অগ্নিকাণ্ড

১৬ লাশের মধ্যে সাত লাশ হস্তান্তর হতে পারে: পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, অক্টোবর ১৫, ২০২৫
১৬ লাশের মধ্যে সাত লাশ হস্তান্তর হতে পারে: পুলিশ ঢামেকের মর্গে রাখা পোড়া লাশ।

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে মৃত ১৬ লাশের মধ্যে সাতটি দেখে শনাক্ত করেছেন স্বজনরা। সাতটি লাশ ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রেখে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রূপনগর থানার পুলিশ।

 
 
বুধবার (১৫ অক্টোবর) সকালে রূপনগর থানার (ওসি,তদন্ত) মোখলেছুর রহমান বাংলানিউজকে বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত সাতটি লাশের দাবিদার এসেছে। আরও দাবি নিয়ে অনেকেই আসছে। তবে ময়নাতদন্তে লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করার পাশাপাশি স্বজনদেরও ডিএনএ নমুনা রাখা হবে। এরপর যে লাশগুলো শনাক্ত করেছে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।  

তিনি বলেন, রাতেই সব লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এখন ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ হলেই হস্তান্তরের কার্যক্রম শুরু করা হবে।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ওই কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুনে ১৬ জনের মৃত্যু হয়েছে। তিনজন ধোঁয়ায় অসুস্থ হয়েছেন।

এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।