সংসদ ভবন থেকে: শিশুদের পড়ালেখার পরিবেশ ‘বিনষ্টকারী’ হিন্দি ভাষায় ডাবিং করা জাপানি কার্টুন ডরেমন সম্প্রচার বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, “শিশুদের কার্টুন ছবি ডরেমন প্রচারে শিশুদের পড়ালেখার পরিবেশ বিনষ্ট হবে এটা সরকারের কাম্য নয়। এরইমধ্যে সরকার অনুমোদনহীন বিদেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিজনী, ডিজনী এক্সডি ও পোগো সম্প্রচার বন্ধের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে এবং এরফলে শিশুদের ডরেমন কার্টুন সম্প্রচার বন্ধ হয়েছে। ”
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
এসএইচ/ সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর