ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে টাইমস ইউনিভার্সিটির অনুমোদন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জুন ১৯, ২০১৩

ঢাকা: টাইমস ইউনিভার্সিটি নামে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। রোববার এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হবে ফরিদপুর শহরে।

অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, “দক্ষিণ অঞ্চলের ওই এলাকায় কোনো বিশ্বাবিদ্যালয় না থাকায় মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ ছিল সীমিত। এতে করে ওই অঞ্চলের ছেলেমেয়েরা স্বল্প খরচে উচ্চ শিক্ষার সুযোগ পাবে। আমি আশা করি টাইমস ইউনিভার্সিটির উদ্যোক্তারা শুধু ব্যবসার ভিত্তিতে নয়, স্বল্প খরচে গুণগত মানের শিক্ষা প্রদানে উৎসাহিত হবেন। ”

টাইমস ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী নেতা শরীফ এম আফজাল হোসেন বলেন, “স্বল্প খরচে দক্ষিণ অঞ্চলের শিক্ষার্থীদের উন্নতমানের শিক্ষা প্রদানই তার একান্ত উদ্দেশ্য। ”

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুন ১৯, ২০১৩
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।