ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

বরুড়ার গালিমপুর ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জুন ২০, ২০১৩

কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

১৬ বছর পর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত।



সীমানা নিয়ে বিরোধ ও আইনী জটিলতার কারণে দীর্ঘদিন ওই ইউনিয়নে নির্বাচন হয়নি।

বরুড়া উপজেলার ২০টি গ্রাম নিয়ে গালিমপুর ইউনিয়ন। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত তিনজন ও জামায়াত সমর্থিত একজনসহ চারজন প্রার্থী রয়েছেন। সাধারণ সদস্য পদে নয়টি ওয়ার্ডে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত সদস্য পদে তিন ওয়ার্ডে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নয় নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য মো. খলিলুর রহমান এবং সংরক্ষিত দুই নম্বর ওয়ার্ডের সদস্য রজবুন নেছা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সূত্র জানায়, এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত তিন প্রার্থী হলেন মো. রবিউল আলম (কাপ-পিরিচ প্রতীক), আবু তাহের (মোটরসাইকেল প্রতীক) ও শামীম ইকবাল (দোয়াত-কমল প্রতীক)। এছাড়া জামায়াত সমর্থিত প্রার্থী আলী আহম্মদ (আনারস প্রতীক) নির্বাচনে অংশ নিচ্ছেন।
 
এর মধ্যে রবিউলের বাড়ি উপজেলার গালিমপুর গ্রামে এবং আবু তাহের ও শামীমের বাড়ি ঘোষপা গ্রামে। আলী আহম্মদের বাড়ি উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে।

গালিমপুর ইউনিয়নে মোট ১২ হাজার ৩৮১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৯৭৭ এবং নারী ভোটার ৬ হাজার ৪০৪ জন। মোট নয়টি কেন্দ্রে ৩৬টি কক্ষে ভোটগ্রহণ চলছে।
 
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. লিয়াকত আলী মজুমদার জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জুন ২০, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর- [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।