হবিগঞ্জ: হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের ৪ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিক আবু লেইছ মো. মুবিন চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
শুক্রবার ভোর ৬টায় তিনি হবিগঞ্জ শহরের প্রধান সড়কের শায়েস্তানগরের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মুবিন চৌধুরী সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাত ধরে রাজনীতিতে আসেন।
তিনি ১৯৮৮, ১৯৯১ ও ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০১ সালে তিনি বিএনপি’তে যোগ দেন। ওই বছর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহএএসএম কিবরিয়ার কাছে তিনি অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।
পরে গ্রেনেড হামলায় শাহএএসএম কিবরিয়া নিহত হলে ২০০৫ সালের উপ-নির্বাচনে মুবিন চৌধুরী বিএনপি’র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর