ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রাণ প্রিমিয়াম ঘি ‘স্টার কুক’ আট চ্যানেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
প্রাণ প্রিমিয়াম ঘি ‘স্টার কুক’ আট চ্যানেলে

ঢাকা: পবিত্র রমজান মাস উপলক্ষে প্রাণ প্রিমিয়াম ঘি দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে রান্না বিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘স্টার কুক’।

বিশিষ্ট রন্ধনবিদ কেকা ফেরদৌসীর পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী ও মডেল বাঁধন।

রমজান উপলক্ষে প্রতিদিন বৈশাখীতে বেলা ৩:১৫ মিনিটে, বাংলাভিশন, চ্যানেল নাইন এ বেলা ৩:৩০ মিনিটে,  মাই টিভিতে বেলা ৩:৫০ মিনিটে, মোহনা  টেলিভিশনে বেলা ৪:১৫ মিনিটে, এটিএন বাংলায় বেলা ৫:১০ মিনিটে, দেশ টিভিতে বেলা ৫:৩০ মিনিটে ও এশিয়ান টিভিতে বেলা ৬ টায় অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে।

অনুষ্ঠানটির পরিচালক কেকা ফেরদৌসী জানান, নতুন রেসিপি দিয়ে এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে।   বাঁধন এর অসাধারণ উপস্থাপনায় অনুষ্ঠানটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে। এর মাধ্যমে গৃহিনীরা ঘরে বসে মুখরোচক বিভিন্ন খাবার তৈরির উপায় জানতে পারবেন।

তিনি আরো জানান, ‘প্রাণ প্রিমিয়াম ঘি স্টার কুক’ এর প্রতি পর্বে বাঁধন এর সাথে তারকা অতিথি থাকছেন যারা রান্নায় অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তুলেছেন।

প্রাণ-আরএফএল গ্রুপের হেড অফ মিডিয়া সুজন মাহমুদ জানান, সকলে যাতে এই অনুষ্ঠানটি তাদের প্রিয় টিভি চ্যানেলে দেখতে পারেন সেজন্য আমরা আটটি টিভি চ্যানেলে অনুষ্ঠানটি প্রচারের ব্যবস্থা করেছি। আশাকরি আমাদের এই আয়োজন দর্শকদের কাছে উপভোগ্য হবে।

 বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ০৬ জুলাই, ২০১৪


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।