ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুকিত মজুমদার বাবুর জন্মদিন শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪
মুকিত মজুমদার বাবুর জন্মদিন শনিবার মুকিত মজুমদার বাবু

ঢাকা: ইমপ্রেস গ্রুপের পরিচালক মুকিত মজুমদার বাবুর জন্মদিন ২৫ অক্টোবর, শনিবার। ১৯৫৫ সালের এই দিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন।

ব্যবসায়িক পরিচয় ছাপিয়ে দেশ-বিদেশে তিনি প্রকৃতিপ্রেমী হিসেবেই বেশি পরিচিত।

পারিবারিক সূত্রে জানা যায়, মুকিতের শৈশব-কৈশোরের দুরন্ত সময়গুলো কেটেছে সোঁদামাটির গন্ধ আর গাঢ় সবুজের সান্নিধ্যে। পরাধীনতার শেকল ছিঁড়তে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। কলেজের পাঠ চুকিয়ে ১৯৭৮ সালে পাড়ি জমান বিদেশে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে দেশে ফিরে আসেন ১৯৮৪ সালে। শুরু হয় ব্যবসায়ী হিসেবে পথচলা।

প্রকৃতির প্রতি তার ভালোবাসা অকৃত্রিম। এ ভালোবাসা থেকেই ২০০৯ সালে বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ায় শুরু করেন জীববৈচিত্র্য নিয়ে গবেষণা, সচেতনতা সৃষ্টি ও শিক্ষামূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’।

প্রকৃতি সংরক্ষণে ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি প্রিন্ট মিডিয়াতেও রয়েছে তার সক্রিয় ভূমিকা। প্রকৃতি নিয়ে লিখছেন বিভিন্ন জাতীয় দৈনিকে। তিনি ত্রৈমাসিক ‘প্রকৃতিবার্তা’ এবং ‘প্রকৃতি ও জীবন’ শিরোনামে একটি দৈনিকে পূর্ণাঙ্গ পাক্ষিক পাতা সম্পাদনা করছেন। একই সঙ্গে গড়ে তুলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। যার মূল দায়িত্বে রয়েছেন তিনি নিজেই।

তার প্রকৃতিবিষয়ক বই একুশে বই মেলায় জায়গা করে নিয়েছে বারবার। প্রকৃতি সংরক্ষণে বিশেষ আবদানের জন্য তিনি প্রকৃতি সংরক্ষণ পদকও পেয়েছেন।

স্ত্রী রন্ধনবিশেষজ্ঞ কেকা ফেরদৌসি, মেয়ে সোনালি, ছেলে আকাশ ও আদরের নাতি কায়সানকে নিয়ে মুকিতের সংসার।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।