ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

না.গঞ্জে ৫শ’ বোতল ফেনসিডিলসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, ডিসেম্বর ৩১, ২০১৪
না.গঞ্জে ৫শ’ বোতল ফেনসিডিলসহ আটক ১

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে পারভেজ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে পাঁচশ’বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।



বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে পারভেজকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসদাইর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে পারভেজকে আটক করা হয়। এ সময় পারভেজের দেওয়া তথ্য অনুযায়ী তার শয়নকক্ষের খাটের নিচ থেকে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ পাঁচশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এসআই মাজহারুল জানান, পারভেজ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় পারভেজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।