ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ক্র্যাবের সভাপতি ইসা, সম্পাদক কামরুজ্জামান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
ক্র্যাবের সভাপতি ইসা, সম্পাদক কামরুজ্জামান

ঢাকা: বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইশারফ হোসেন ইসা। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান খান।



বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে দিনভর ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাখাওয়াত কাওসার এবং যুগ্ম সম্পাদক পদে আমীর মুহাম্মদ জুয়েল নির্বাচিত হয়েছেন।

অর্থ সম্পাদক পদে শহীদুল ইসলাম রানা, প্রশিক্ষণ ও গবেষণা পদে এমএম বাদশা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বাবু নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোমিন হোসেন, আবু সুফিয়ান, আসাদুজ্জামান বিকু।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন-সহ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাসুম মিজান এবং দফতর সম্পাদক পদে ইসমাইল হোসেন ইম‍ু।

এর আগে সকাল ১০টা থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।

২১৬ জন ভোটারের মধ্যে ২০৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।