ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত, মৃতদেহ উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, জানুয়ারি ৮, ২০১৫
রূপগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত, মৃতদেহ উদ্ধার প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ডাকাত নিহত হয়েছেন।  
 
বুধবার রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।  
 
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে ভোলাব-ছনপাড়া সড়কের চারিতালুক এলাকায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।  
 
স্থানীয়দের বরাত দিয়ে এসআই আরো জানান, বুধবার রাতে ভোলাব-ছনপাড়া সড়কের চারিতালুক এলাকায় বিভিন্ন সিএনজি চালিত অটোরিকশায় ডাকাতিকালে স্থানীয়রা এক ডাকাতকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।  
 
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।  
 
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫         

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।