ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় নছিমনের চাপায় স্কুলছাত্রের মৃত্যু, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, জানুয়ারি ৮, ২০১৫
কুষ্টিয়ায় নছিমনের চাপায় স্কুলছাত্রের মৃত্যু, আহত ৫

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে নছিমনের চাপায় আকাশ (৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পাটিকাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।



আকাশ স্থানীয় পাটিকাবাড়ী বঙ্গবন্ধু কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্র। সে মিরপুর উপজেলার পাটিকাবাড়ী গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

এ ঘটনায় নছিমনের আরো পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতদের নামপরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা নছিমনের হেলপারকে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

পুলিশ জানায়, সকালে আকাশ স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে পেছন দিক থেকে একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে আকাশকে চাপা দেয়। এতে আকাশ ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার পরপরই নছিমন চালক পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা নছিমনের হেলপারকে ধরে গণপিটুনি দেয়।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫         

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।