ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, জানুয়ারি ৮, ২০১৫
রাজধানীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার প্রতীকী

ঢাকা: রাজধানীর রমনা থানার মধুবাগ এলাকা থেকে নাসরীন অক্তার (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৭ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে রমনা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মো. শাহ আলমকে আটক করেছে পুলিশ।   

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, গত রাত ১টার দিকে খবর পেয়ে মধুবাগ-৭১, মাঠ সংলগ্ন রানা মিয়ার বাড়ি থেকে নাসরীনের লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নাসরীনের গলায় ফাঁসির দাগ রয়েছে বলে জানান উপ-পরিদর্শক নজরুল ইসলাম।  

ওই গৃহবধূর স্বামী শাহ অলমের দাবি, নাসরীন আত্মহত্যা করেছেন।  

তবে নাসরীনের মামা শফিকুল ইসলাম অভিযোগ করেন, যৌতুকের টাকা না পেয়ে নাসরীনকে মেরে ঝুলিয়ে রাখে শাহ আলম।

চার বছর আগে নাসরীন ও শাহ আলমের বিয়ে হয়। বিয়ের পরপর শাহ আলমকে যৌতুক হিসেবে ৩০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু কিছুদিন ধরে শাহ আলম আরও ১০ হাজার টাকা দাবি করে আসছিলো।

এ টাকা না দেওয়ায় শাহ আলম তার ভাগ্নিকে মেরে ঝুলিয়ে রেখেছেন বলে দাবি করেন শফিকুল। তিনি জানান, নাসরীন ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।