ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

জাতীয়

নার্সিং কলেজ শিক্ষার্থীদের আন্দোলন দ্বিতীয় দিনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, জানুয়ারি ৮, ২০১৫
নার্সিং কলেজ শিক্ষার্থীদের আন্দোলন দ্বিতীয় দিনে ফাইল ফটো

ময়মনসিংহ: ময়মনসিংহ নার্সিং কলেজে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকাল থেকেই কলেজের অ্যাকাডেমিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে এ কর্মসূচি পালন করে তারা।

পরে দুপুরে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

এ ঘটনায় কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থী মোহাম্মদ রাসেল জানান, কলেজের অচলাবস্থা নিরসনে বুধবার রাতে ময়মনসিংহ জেলা মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক ডা. মতিউর রহমান ভূঁইয়া বৃহস্পতিবার আমাদের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দুপুর পর্যন্ত সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি।

তিনি জানান, কলেজের প্রিন্সিপাল ও হাউজকিপারের অপসারণ এবং শিক্ষার্থীদের ওপর আরোপিত শাস্তি বাতিল না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

গত বছরের ২৭ অক্টোবর প্রিন্সিপাল ও হাউজ কিপারের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ৫ জানুয়ারি কলেজ খোলার পর ৭ জানুয়ারি থেকে আবারও একই দাবিতে আন্দোলনে নামে কলেজের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।