ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে বন্দুকযুদ্ধে ২ দস্যু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৩, জানুয়ারি ৯, ২০১৫
সুন্দরবনে বন্দুকযুদ্ধে ২ দস্যু নিহত ছবি: প্রতীকী

বাগেরহাট: সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরা পশুর নদীর সীমানা খালে র‌্যাবের সঙ্গে দস্যু দারোগা বাহিনীর বন্দুকযুদ্ধে ২ দস্যু নিহত হয়েছেন।

এরা হলেন-দারোগা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছবীর(৩২) ও অজ্ঞাতপরিচয়(২৮)।



শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত এ বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম বাংলানিউজকে জানান, র‌্যাবের কাছে তথ্য ছিল দারোগা বাহিনী পশুর নদীর সীমানা খালে সেখানে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় যায়।

এরপর রাতে মাইকে দারোগা বাহিনীকে আত্মসমর্পণ করতে বলে র‌্যাব সদস্যরা। কিন্তু দস্যুদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায় না। পরে শুক্রবার ভোরে বনের মধ্যে ঢোকে র‌্যাব। এ সময় অতর্কিতভাবে র‌্যাবের ওপর গুলি চালায় দস্যুরা।

আত্মরক্ষার্থে র‌্যাব গুলি চালালে ঘটনাস্থলেই দুইজন দস্যু মারা যান। এসময় র‌্যাব দেশি-বিদেশি ১২টি আগ্নেয় অস্ত্র ও ১৭৭ রাউন্ড গুলি উদ্ধার করে। লাশ ও অস্ত্র-গুলি মংলা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫/আপডেট : ১০৪২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।